Saturday, March 14, 2009

পলিটিক্স ইন ওয়েস্ট বেঙ্গল ফোরামের বিতর্ক সভা

১৪ ই মার্চ সোমনাথ, বাসু, রীতেন, সৈকত, আকাশ, রাজীব, বাঘ-আমরা অনলাইন মিলিত হয় কিছু আলোচনা করি-সেই আলোচনা গুলো পার্ট পার্ট বাই এই ব্লগে পোস্ট করা হবে। অডিও ফাইল ইস্নাইপ এবং রেডিফ থেকে লিংক করা হচ্ছে। যাতে কারুর শুনতে অসুবিধা না হয়।

(১)
বস্তুবাদি দর্শনের ভিত্তি-এটি একটি বিতর্ক-বাসু বনাম বিপ্লব-আলোচনা অত্যন্ত গভীরে ঢুকে যাওয়ায় এটি হঠাৎ করে বন্ধ করে দিতে হয়। তবে বস্তুবাদি মন নিয়ে মার্ক্সীয় ধারনার সাথে বিবর্তনবাদি মনের ধারনার পার্থক্য কি-সেটাই আলোচনার মূল বিষয়।
১।
http://www.esnips.com/doc/a6ff615b-a71e-4178-8b3c-b4c3acfeb66c/Basu_Biplab_dialecticMaterialism

২|
http://ishare.rediff.com/filemusic-bostubadi-darshan-id-587381.php

(২)
নারীবাদ তথা মেয়েদের দুরাবস্থা নিয়ে মার্ক্সীয় বনাম বিবর্তনবাদি ধারনাঃ
এটি একটি মনোজ্ঞ আলোচোনা। এটি পরে-ইউটিউবেও পাওয়া যাবে। এখানে মহাভারত, ঋক বেদ, মার্ক্স, ডারউইন -সব কিছুই আলোচতি হয়েছে।

১|
http://www.esnips.com/doc/18693d42-fe89-4512-b9f7-24a053edf803/Basu_Biplab_Feminism
২|
http://ishare.rediff.com/filemusic-Naribaad-Marx-bonam-Darwin-id-587382.php

(৩)
স্যার কার্ল পপার ও লেনিনের সাম্রাজ্যবাদের ওপর থিসিসঃ লেনিন কি ঠিক বলে ছিলেন?
http://www.esnips.com/doc/1e01de37-d3be-4239-bd7a-dd3d1c1dcb32/Basu_Biplab_Popper

(৪)
প্রেম এবং নারী নিয়ে পুরুষ ঃ এটি একটি চিত্তাকর্ষক আড্ডা। বাংলার বাঘ মৃণাল, সৈকত, সোমনাথ এবং বিপ্লব -তাদের প্রেমিক জীবনের গল্প বলেছেন অকাতরে। এটি এই মাত্র পোস্ট করা হলঃ
http://www.esnips.com/doc/6b2f150c-38ce-42b9-bccf-f28722bd9d49/PremKi
http://ishare.rediff.com/filemusic.php?id=587414

(৫)
সিঙ্গুর এবং বাংলার উন্নয়ন নিয়ে সৈকত-বিপ্লব বিতর্কঃ
পোস্ট করা হল-
1.
http://www.esnips.com/doc/2df5d858-627a-4304-a598-336addcefc5d/Singurer-janne-amader-khati
2.
http://ishare.rediff.com/filemusic-Singurer-janne-khati-id-587598.php

(৬)
নিজের রাজনৈতিক মতবাদ, জীবন, যৌনতা এবং কম্যুনিজম নিয়ে সোমনাথকে দেওয়া বিপ্লব পালের সাক্ষাৎকারঃ

লেনিন থেকে বাঙালীর যৌন জীবন- এটাই এই ইন্টার ভিউ এর মূল উপপাদ্য
1.
http://www.esnips.com/doc/76709c1e-db6f-451d-95e8-d5a5b7535ca5/Biplab_Political_stereo
2.
http://ishare.rediff.com/filemusic.php?id=587602

No comments:

Post a Comment