Saturday, June 6, 2009

জ্যান্ত মানুষকে মৃত রটিয়ে উত্তেজনা ছড়াচ্ছে গণশক্তি

কাল গণশক্তিতে একটি সংবাদে প্রকাশ তাদের কর্মী গোবিন্দ সামন্তকে খুন করেছে তৃণমুল। এটি ছিল তাদের হেডলাইন নিউজ। এখানে দেখুনঃ
http://bangla.ganashakti.co.in/shownews.php?w=1403&h=531&year=2009&month=6&date=6&page=1&dpn=204610

আজ সকালে আজকাল ( এবং আনন্দবাজারেও দেখলাম), না উনি মার খেতে হাসপাতালে ভর্ত্তি আছেন মাত্র।http://www.aajkaal.net/report.php?hidd_report_id=113900আমি এক সিপিএম সমর্থককে, যে আমাদের তৃণমূলের দালাল বলে গালাগাল দেয়, সামন্ত ফ্যামিলির টেলিফোন নাম্বার দিতে বলেছিলাম। তৃণমূল সন্ত্রাসের বিরুদ্ধে কেও বলুক, এটাই চাইছিলাম। কেন সে পারেনি সেটা এবার বুঝলাম।এত মারাত্মক ব্যাপার!!! শুনলাম সিপিএমের দালা ২৪ ঘণ্টা চ্যানেল ও একই ভুল করে শুধরেছে।

আমাদের ভিন্নবাসরকে বামপন্থীরা ছিন্নকাঁসর বলেন। তারা গণশক্তির এই জ্যান্ত মানুষ মারা কে কি বলবেন? এদের ত দেখছি লজ্জা শরমও নেই। একটা জ্যান্ত লোককে এই ভাবে মেরে উত্তেজনা ছড়ানোর চেষ্টা---আমি ধিক্কার জানাই --সিপিএম কোন তলানিতে এসে ঠেকেছে গনশক্তির অবস্থাই তা প্রমান করছে।

এর থেকে কি প্রমান হয়? সিপিএমের উর্ধত্তন নেতৃত্ত্ব রাজনৈতিক হিংসা ছড়াতে বদ্ধকল্প। তারা চান পশ্চিম বঙ্গে রক্তের হোলি খেলা হৌক-কারন ২০১১ সালে তারা ৫০টি আসনও পাবেন না, তা তারা বুঝেছেন। তাই লেনিনের রেড টেটরের কায়দায় বিরোধিদের খুন করার খেলায় নেমেছেন। এই ধরনের মিথ্যে সংবাদ রটনোর আর কোন উদ্দেশ্য থাকতে পারে না। জ্যান্ত লোককে নিহত বলে রটিয়ে আরো তৃণমূলের কর্মীকে খুন করার ভিসা দিচ্ছে সিপিএমের কেব্দ্রীয় নেতৃত্ব।

1 comment:

  1. I don't understand mr. biplab mean what exactly, if ganasakti do what he did? please stop this type of nonsense writing, please rememberthat no any party returns the human's life and if any party think like so, than go to hell that party.

    ReplyDelete