
ইদানিং তৃণমুলের হাতে মার খেয়ে সিপিএম হিংসা হিংসা ফ্যাসিবাদ ইত্যাদি বলে চিৎকার করছে--
সিপিএমের আইডোলজি ত গান্ধীবাদি না-লেনিন স্টালিন সবাই হিংসাকে কাজে লাহিয়েই ক্ষমতাই এসেছেন-কোন গণতান্ত্রিক রায় তাদের পক্ষে ছিল না।
হিংসা ব্যাবহার করে মানুষ খুন করে ক্ষমতা দখলের নাম কমিনিউস্ট বিপ্লব। কমিনিউস্টরা তা অস্বীকারও করে না।
মোদ্দা কথা সিপিএমের আইডিওজ়িতে হিংসা আপাংত্বেয় না।
যারা হিংসাত্মক কাজ করে-তারা সব সময় হিংসার সপক্ষে সাফাই দেওয়ার চেস্টা করে। লেনিন লোক খুন করে, সেটাকে বলশেভিক বিপ্লব বলে চালিয়ে ক্ষমতা দখল করেছিলেন। হিংসা, তীব্র হিংসার মাধ্যমে জনগনকে মারধোর করে, লেনিন ক্ষমতা দখল করেন। কারন নির্বাচনে তিনি হেরে ছিলেন। সেটাকে সিপিএম সমর্থন করে। অর্থাৎ গণতন্ত্রকে গলা টিপে খুন করাতে সিপিএমের কোন আপত্তি নেই। কারন সেটাই লেনিনবাদ।
তৃণমূলও হিংসার পক্ষে সাফাই গাইতে বলছে সিপিএমের গুন্ডাদের হাত থেকে বাঁচতে এটা আত্মরক্ষা। হার্মাদ বাহিনীর হাত থেকে তারা নানান গ্রাম এবং লোকালয় মুক্ত করছে। লেনিনের রেড টেটর এর থেকেও ভয়ংকর ছিল-তিনি অবাধ্য কৃষক এবং রাজনৈতিক প্রতিদ্বন্দীদের রাশিয়ার ওই প্রবল ঠান্ডায় নগ্ন করিয়ে দাঁড়িয়ে রেখে মারতেন। সিপিএম কোনদিন তার জন্যে দুঃখ প্রকাশ করেনি-কারন তাহা বলশেভিক বিপ্লব।
অর্থাৎ সব ধরনের কমিনিউস্ট হিংসা বিপ্লব , আর তার বিরুদ্ধে নিপীড়িতদের জনঅভ্যুত্থান হচ্ছে প্রতিবিপ্লব!
বাস্তব হচ্ছে হিংসা হিংসাই-যা গান্ধী বলতেন। তার কোন জাস্টিফিকেশন চলে না। হিংসা মানুষের আদিম প্রবৃত্তি-আত্মরক্ষা খাতে ছাড়া আর কোন কাজেই সমর্থন যোগ্য না।
প্রশ্ন হচ্ছে সিপিএম যত দিন না লেনিনবাদ না ছাড়বে-তত দিন হিংসার বিরুদ্ধে বলার কি মরাল রাইট আছে? লেনিনবাদ মানেই ত হিংসার পথে ক্ষমতা দখল। তাহলে, সিপিএমকে তার বিরোধি পার্টি মারধোর করলে, তারা কান্নাকাটি করছে কেন? তাদের আদর্শ, লেনিনবাদই বলছে বিপরীত আদর্শের লোকদের পেটানো এবং খুনোখুনি হারাম না। তাহলে সিপিএমের নেতাদের পেটানো কেন বাজে কাজ? সিপিএমের আদর্শেই তা সিদ্ধ।
একটা দল হিংসার আদর্শকে বক্ষে বহন করে, শতাব্দীর কুখ্যাত দুই খুনী ( লেনিন এবং স্ট্যালিন) কে পূজো করে, কখনোই বলতে পারে না লোকেরা আমার বিরুদ্ধে হিংস্র হচ্ছে কেন! হিংসার পথে হিংসারই জন্ম হয়। যার জন্যে কমিনিউস্ট রাষ্ট্রগুলি মানব সভ্যতাকে নরমেধ যজ্ঞ আর ভয়ঙ্কর সব মিশাইল ছাড়া কিছুই দিতে পারে নি।
তাই আসুন আমরা সিপিএম নেতাদের জিজ্ঞেস করি। মশাই কাঁদছেন কেন? আপনারাইত হিংসার পলিটিক্যাল স্যাংশান দিয়েছেন।
অন্যের মায়ের আঁচল যখন খালি হয়, তখন সেটা বিপ্লব। আর নিজেদের ঘরে হিংসার আঁচ এলে সেটা প্রতিবিপ্লব।
কম্যুনিউস্টদের তুলনা এই বিশ্বে একমাত্র তারা নিজেরাই!