ভোট বড় বিষম বস্তু প্রমাণ করলেন সিপিএমের নেতৃত্ব। কোলকাতা উত্তরে জেতার জন্যে সেলিমের একমাত্র ভরসা বিজেপির তথাগত যদি সুদীপের ভোট কাটতে পাড়েন। কিন্ত বিজেপির এবার ত কিছুই নাই-না হাওয়া, না সংখ্যা, না সমর্থক। অগত্যা মহম্মদ সেলিম তার বাড়তি ছেলেদের নির্দেশ দিয়চছেন বিজেপির এজেন্ট হয়ে বসতে-যাতে লোকে কিছুটা ভোট বিজেপিকে দেয়।
সকালে আমাদের সংবাদদাতা শ্যামনগর বিধান সভা কেন্দ্রের ৪৫ এবং ৪৫ এ বুথ থেকে জানাচ্ছেন এখানে বাইরে থেকে ক্যাডার এনে তাদের বিজেপির এজেন্ট করে বসিয়ে দেওয়া হয়েছে। এমন একজন পরিচিত লোকাল ক্যাডার কুমার রায়। তিনি অবশ্য মানছেন না মহম্মদ সেলিম তাকে এই কাজ দিয়েছে-তার বক্তব্য বিজেপি তাকে টাকা দিয়েছে বুথে বসার জন্যে। কিন্ত আমাদের সাংবাদিকরা শ্যামনগরের অন্যান্য বুথেও সিপিএমের ক্যাডারদের বিজেপির হয়ে কাজ করতে দেখেছেন।
একেই বলে ভোট সর্বস্ব রাজনীতি। যার জন্যে মহম্মদ সেলিমকে হনুমান বাবার চরণামৃত খাওয়া থেকে বিজেপিকে এজেন্ট সাপ্লাই-বিজাতীয় সবকাজকেই 'সমাজতান্ত্রিক বিপ্লব' সাধনের উদ্দেশ্যে করতে হয়। বিমান বাবু শুধু মুখেই বলেন-তাদের সেলিম বা তড়িৎ তরফদারের ফটো লে আউট রাস্তায় কমে না। বাড়তেই থাকে।
Tuesday, May 12, 2009
Subscribe to:
Post Comments (Atom)
শ্যাম নাগার বিধানসভা টা কন লকসভা?? আমি যভদুর জানি সেটা বারাকপুর র ...একটু জেনে বলবেন ????
ReplyDelete