ইউ পি এ ট্যালি এখন ৩১৪!
কি বিপদ, ভোটের আগে কংগ্রেসকে গালি দিয়ে, এখন কংগ্রেসের পা চাটছে, তৃতীয় ফ্রন্টের সব হনুয়ালাপ্রধান মন্ত্রীরা। মন্ত্রী না হৌক সান্ত্রী হলেও শান্তি।এসবই মুসলমান ভোটের জন্যে। কংগ্রেসের সাথে না গেলে মুসলিম ভোট পাবে না সেই জন্যে। বিজেপিকে সবাই ছুঁড়ে ফেলে দিচ্ছে। এটাই সুযোগ ছিল বামপন্থীদের কাছে নিজেদের বাড়ানোর জন্যে। উলটে তারা ছোট হয়ে গেল! প্রকাশ কারাতের মতন মাথাহীন স্কন্ধ পার্টির ওপরে থাকলে যা হয়।
অর্থাৎ এই নির্বাচনে সব আঞ্চলিকনেতারা বুঝলেন মুসলমান ভোট ছাড়া উপায় নেই। তাই কংগ্রেসের সাথে না থাকলেও উপায় নেই। ফলে কংগ্রেসের আর সোনিয়ার দশপুরুষ উদ্ধার করার পর এখন ১০ জনপথে তাদের লাইন।
এটাই হতে পারত সিপিএমের সেই সুযোগ। কংগ্রেসের বিরোধি হিসাবে নিজেদের সব রাজ্যে প্রতিষ্ঠা করা। সেগুড়ে বালি, প্রকাশ কারাত তার থেকে মায়াবতি বা জয়ার সাথে ওয়ান নাইট স্ট্যান্ড পছন্দ করেন বেশী। মায়া, জ়য়া আবার পাকা খিলাড়ি! তারাও শক্তিমান পার্টনার ছাড়া বিছানায় যাওয়া পছন্দ করেন না। ফলে প্রাত্তন প্রেমিক প্রকাশকে ফেলে, উনারা এখন দশজন পথের জানালায় একটু উঁকি মারছে, যদি কংগ্রেসের ক্ষমতার বিছানায় আর কোন প্রেমিকা লাগে! জনগনের ভারতীয় পেটে কি আর এই সব প্লেবয় দের সহ্য হয়! ফলে পরকীয়া করতে গিয়ে একুল ওকুল দুক্লল ভাসায়ে সেক্রেটারী জেনারেল এখন পার্টির পরকালের অপেক্ষায়।প্রকাশ কারাতকে যেহেতু সিপিএম সরালো না। বামপন্থি মনোভাবা সম্পন্ন সবার উচিত, সিপি এমকে বাদ দিয়ে নিজেদের জোট করে, আগামী নির্বাচনে লড়া। বিজেপি প্রায় অপ্রাসঙ্গিক । এটাই ত সুযোগ, কংগ্রেসের বাম বিকল্প দাঁড় করানো।
Tuesday, May 19, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment