Sunday, January 18, 2009

৩৪ নম্বর জাতীয় সড়ক এবং মমতা

সম্প্রতি প্রণব মুখার্জী একটি অনুষ্ঠানে তৃণমূলকে স্বরণ করিয়েছেন জমি অধিগ্রহণ বিরোধী বিক্ষোভ রাজ্য এবং তাদের দলের পক্ষেও বুমেরাং হতে পারে। প্রসঙ্গত তিনি স্বরণ করিয়েছেন প্রধানমন্ত্রীর অনুমোদন সত্ত্বেও কেন ৩৪ জাতীয় সড়ককে ৪ লেনের করা যাচ্ছে না। মমতার জমি বিরোধি জিহাদের মুখে থমকে আছে পশ্চিম বঙ্গের উন্নয়ন।

৩৪ নম্বর জাতীয় সড়ক ধরে ১৯৮৯ সালে এসপ্ল্যানেড থেকে কৃষ্ণনগর যেতে সময় লাগত ৩ ঘন্টা। আগেরবার গিয়ে দেখি সময় লাগছে ৬ ঘন্টা। এটা উত্তর বঙ্গের সাথে দক্ষিন বঙ্গের লাইফ লাইন। চার লেনের রাস্তা করা অনেকদিন আগেই দরকার ছিল। আমাকে এই পথেই বাড়ি যেতে হয়। ভোগান্তি কি পরিমান হয়-বিশেষত বারাসত থেকে রাণাঘাট পর্যন্ত আমরা ভালোই জানি। প্রনব বাবুর কল্যানে সে সমস্যার সমাধান হয়ে যেত-কিন্ত এখন আর কেউ জমি অধিগ্রহনের ভয়ে-এই সম্প্রসারনের কথা বলছে না। সত্যিই ভোট আর কে হারাতে চাই!

এক অদ্ভুত কৃষ্ণগহ্বরে পশ্চিম বঙ্গের উন্নয়ন। কোলকাতার কিছু নেতা-যাদের বহিরবঙ্গে নিত্যদিন যাতায়াত করতে হয় না-তারা আর এই ব্যাথা আর সমস্যা কি বুঝবেন? ৩৪ নাম্বার সড়কের উন্নয়ন না হলে-থমকে দাঁড়াবে উত্তর বঙ্গের অর্থনীতি। পশ্চিম বঙ্গের এই রাস্তাসম্প্রসারনের জন্যে মনমোহন টাকা বরাদ্দ করা সত্ত্বেও এক সাত ভুতের গাড্ডায় পিছলে পড়া রাজ্যের রাজনীতি আমাদের ভূত ভবিষ্যত বিকলাঙ্গ করে দিচ্ছে। সিপিএম এবং তৃণমূল উদ্যোগ নিয়ে ৩৪ নাম্বার জাতীয় সড়কটিকে একটু বাঁচান। জনসাধারনের মনে একটু আশা ভরসার জন্ম দিন।

No comments:

Post a Comment