Friday, January 16, 2009

রাজু ফ্যামিলির জমি কেড়ে সত্যমের কর্মচারীদের মাইনা দেওয়া উচিত!

এই দাবিটি তুলেছেন প্রকাশ কারাত। সরকারের টাকায় নয়-রাজু ফ্যামিলির টাকায় সত্যমের বেইল আউট হওয়া উচিত। সত্যমের গুনধর সি এই ও রাজু এবং তার ছেলেকে ১৭,৫০০ একর জমি দিয়েছে অন্ধ্রসরকার। সেগুলো কেড়ে নিয়ে বেচা উচিত। যাতে সত্যমের ৫৬,০০০ কর্মী মাইনে পায় এবং তাদের ছাঁটাই বন্ধ হয়।

প্রস্তাব উত্তম। আমাদের সমর্থন রইল। কিন্তু তার সাথে তিনি প্রকাশ কারাত সুলভ " ধনতন্ত্র মানেই চোরেদের ব্যাবসা" জুরে দিয়েছেন নিজের স্বভাব মতন। তার দাবী ঠিকই ছিল-কিন্তু শেষের উক্তিটি করে-নিজের এবং পশ্চিম বঙ্গের ভবিষ্যত উদ্ধার করলেন। ধনতন্ত্র উনার যে যুক্তিতে চোরেদের ব্যাবসা-সমাজতন্ত্র সেই যুক্তিতে মানুষ মারা ডাকাতদের জঙ্গল। একটা কথা আমরা ভুলে যাই-"তন্ত্রের নাম" সমাজ বা ধণ যাই হোক না কেন-আসল কাজ করতে হয় সেই মানুষকে নিয়েই। ফলে সত্যমের রাজু যেমন ডুবেছেন নিজের ক্ষমতা বাড়াবার লোভে-ঠিক তেমনই স্ট্যালিন মানুষের রক্তে হোলি খেলেছেন স্রেফ নিজের ক্ষমতা সিদ্ধ করতে। আসলে মূলে আছে সেই "ব্যাক্তি মানুষের বিবর্তনজাত ক্ষমতার লোভ"। এবং সব সিস্টেমেই এই লোভটাই আসলে বড় হয়ে দাঁড়ায়।

কিন্তু ধণতন্ত্র যদি চোরেদের রাজত্ব হয়-বুদ্ধদেব তাহলে কি পশ্চিম বঙ্গে চোরেদের ডাকছেন? এবার বুদ্ধ যদি কোন শিল্পপতির কাছে পশ্চিম বঙ্গের জন্যে ভিক্ষা করতে যান-এবং তিনি যদি বুদ্ধকে বলেন-আপনার বস ত আমাদের চোর বলেন-চোরের কাছে ভিক্ষা করাটা কি ঠিক?

অবশ্য পশ্চিম বঙ্গের স্বার্থের কথা আর কবেই বা ভাবলেন প্রকাশ কারাত! তার নির্বুদ্ধিতা এবং ক্ষমতার লোভে সবথেকে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে পশ্চিম বঙ্গ।

No comments:

Post a Comment