রেড কার্পেট ফ্যাশন

কেট উইনস্লেটকে এবার বেস্ট সার্পোটিং এক্ট্রেস নিয়েই খুশী থাকতে হল। গ্রাবিয়েল ব্যায়ান, এইচ বি ও সিরইয়াল "ইন ট্রিটমেন্টের" জন্যে সেরা অভিনেতার পুরষ্কার পেলেন। এন্যা প্যাকুইন পেলেন সেরা অভিনেত্রী-"ট্রু ব্লাড সিনেমাতে" তার অনবদ্য পার্ফমান্সের জনে।
আমাদের মুম্বাই এর ওপর তৈরী স্ল্যাম ডগ মিলিয়ানার এর স্ক্রিপ্ট লেখক সিমন বুফয়ে জিতলেন সেরা লেখকের পুরষ্কার।
জিতলেন এ আর রহমান ও-স্ল্যাম ডগের নেপথ্য সঙ্গীতের সৃষ্টিকর্তা হিসাবে।
আর রেড কার্পেট ফ্যাশন? সালমা হায়েক সবাইকে তাক লাগাতেন তার চল্লিশোর্ধ শরীর নিয়েই।
তবে অর্থনৈতিক মন্দা-হলিউডকেও গ্রাস করছে-সেই ছায়া এবার ছিল স্পষ্ট।

মেলিন্ডা সুঃবেস্ট সাপোর্টিং এক্টর কেট উইন্সলেটঃ বেস্ট সাপোর্টীং এক্ট্রেস
Please visit vinnobasar sponsorer:
Taking care of your parents in Kolkata
www.nriparentalcare.com



No comments:
Post a Comment