Thursday, December 17, 2009

ডিপ্লোমা ডাক্তার বিতর্ক-সূর্য্যকান্তর সঠিক পদক্ষেপ

প্রতিদিন, আনন্দবাজারের রিপোর্ট দেখলাম। সূর্যকান্তর এই নিয়ে মুন্ডপাত করা হচ্ছে। এদেশেও নিউ হেলথকেয়ার বিল নিয়ে রিপাবলিকান মিডিয়া ওবামার মুন্ডপাত করছে। আমি মনে করি এই বিরোধিতা সুস্থ গণতন্ত্রের লক্ষন। কিন্ত এই রাজ্যে যুক্তির ভাষা কোথাও পেলাম না।

আমার ব্যাক্তিগত পজিশন সুর্য্যবাবুর পক্ষে। আমি নিজের পক্ষের যুক্তিগুলো দিতে চাই ( কেও যেন না ভাবেন, আমি সিপিএম কে সমর্থন করছি। প্রশ্নই ওঠে না। আমি সুধু এই ইস্যুতে সূর্য্যকান্তের পদক্ষেপ সঠিক বলে মনে করছি।)
(১) প্রথম বিরোধি যুক্তি-এরা পর্যাপ্ত শিক্ষার অভাবে ভুল চিকিৎসা করতে পারে।আমি মানতে রাজি না। কারন

১১) খুব বড় চিকিৎসক ও ভুল চিকিৎসা করে। আমার জীবনে যত না ঠিক চিকিৎসা পেয়েছি ভুল চিকিৎসা পেয়েছি তার থেকে অনেক বেশী। এবং তাদের সবাই বিদেশী ডিগ্রিধারি। আমি সব থেকে বেশী ঠিক চিকিৎসা পেয়েছি আমার ফ্যামিলি ফিজিশিয়ানের কাছ থেকে। যার বাংলাদেশ থেকে একটা এম বি বি এস আছে। সবটাই অভিজ্ঞতা এবং বুদ্ধির খেলা।
১২) চিকিৎসাবিদ্যা যতনা পুঁথির-তার থেকেও অনেক অনেক বেশী অভিজ্ঞতার। যেকোন ডাক্তার ও এটা স্বীকার করবে।

১৩) পেটে ব্যাথা, পেট খারাপ, ফ্লু ইত্যাদি হলে আমরাই কি আজকাল ডাক্তারের কাছে যাই? নিজেরদের চিকিৎসা নিজেরাই করছি। কেন? এইসব সাধারন জ্ঞান এখন সবার আছে। কিন্ত চিন্তা করুন এইটুকু জ্ঞান কিন্ত গ্রামের লোকেদের নেই। আমার ডাইরিয়া হলে, আমি জানি ঠিক কি করতে হবে, কি ওশুধ খাব। ডাইরিয়া হলে আমি ডাক্তারের কাছে যায় না। গ্রামে কিন্ত এটা অনেকেই জানে না। শুধু এইটুকু সাহায্য দিতে পারলেই অনেকলোক বেঁচে যাবে।
(২) আমেরিকাতে সি এন আর নার্সরা কিন্ত চিকিৎসা করে। প্রথমে আমাদের নার্সের কাছেই যেতে হয়।সহজ কেস হলে, তিনিই ওশুধ দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। সবকেসে ডাক্তার মোটেও দেখে না। আমেরিকাতে এটা হলে আমাদের দেশে কেন সম্ভব না?

(৩) গ্রামের বাস্তবটাও বুঝতে হবে। একটা গ্রাম থেকে মফঃশহরে আসতে-যেখানে গ্রামীন স্বাস্থ্য কেন্দ্র আছে৪-১০ মাইল পথ। গরুর গাড়িতে চেপে আসে-অধুনা ভটভটি ভ্যান। আমার অভিজ্ঞতা হচ্ছে অনেক ক্ষেত্রে কেসটা খুব বাজে হয়ে গেলে তবে ওরা আসে। গ্রামে হাতের কাছেই ডাক্তার থাকলে-প্রাথমিক চিকিৎসাটা করে দিলে এই সমস্যা হত না। এই জন্যেই আমেরিকাতে প্যারামেডিকরা আছে।
**********লন্ডন থেকে বিকাশ বাবুর সংযোজন**************
পশ্চিম বঙ্গে তথা সারা দেশে অনেক মেডিক্যাল কলেজে ৫০ বছর আগেও LMS, LMF এই ধরনের licentiate ডিপ্লোমা দেওয়া হত এবং এই সকল ডাক্তার গ্রামে গ্রামে বহু বছর প্রাথমিক চিকিৎসা যথেষ্ট সুনামের সঙ্গে করেছেন - এবং ডাক্তার হিসেবেও তারা খুব খারাপ ছিলেন না । এই প্রসঙ্গে বলি রাখি যে MB (অধুনা MBBS) সঙ্গে সঙ্গে MF/LMS পাঠ্যক্রমও পড়ানো হত। এই ডিপ্লোমা কিন্তু Paramedic জাতীয় নয় - তার থেকে অনেক এডভ্যান্সড।। Medical Council of India এখনো এই ডিপ্লোমাগুলি কে রিকোজনিশন দেয়ঃhttp://mciindia.org/know/acts/schedule3.htmএইটা দেখার অনুরোধ করলাম ।।

No comments:

Post a Comment