প্রথম আপডেট-ভারতীয় সময় ৩-৩০ সকাল-১১ই আগস্টঃ
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২৫৩ কিলোমিটার দুরের এক এপিসেন্টারে বিশাল ভূমিকম্পের খবর পেলাম-এই মাত্র। সময়
মাত্র কুড়ি মিনিট বাদে জাপান এবং মায়নামারে, প্রশান্ত মহাসাগরেও বিরাট ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
রিখটার স্কেলে আমেরিকান জিওলজিক্যাল সার্ভের মাপ 7.6-যা খুব ভয়ঙ্কর-এবং সুনামী সৃষ্টির জন্যে যথেষ্ট। কোস্ট লাইন ১০০০ মাইল দূরে এপিসেন্টার থেকে-ঘণ্টায় ৫০০ মাইল বেগে ধেয়ে আসা সমুদ্রশ্রোত আনুমানিক আরো দুঘন্টা বাদে ভারতের উপকূলে পৌঁছাবে।
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২৫৩ কিলোমিটার দুরের এক এপিসেন্টারে বিশাল ভূমিকম্পের খবর পেলাম-এই মাত্র। সময়
মাত্র কুড়ি মিনিট বাদে জাপান এবং মায়নামারে, প্রশান্ত মহাসাগরেও বিরাট ভূমিকম্পের খবর পাওয়া গেছে।
রিখটার স্কেলে আমেরিকান জিওলজিক্যাল সার্ভের মাপ 7.6-যা খুব ভয়ঙ্কর-এবং সুনামী সৃষ্টির জন্যে যথেষ্ট। কোস্ট লাইন ১০০০ মাইল দূরে এপিসেন্টার থেকে-ঘণ্টায় ৫০০ মাইল বেগে ধেয়ে আসা সমুদ্রশ্রোত আনুমানিক আরো দুঘন্টা বাদে ভারতের উপকূলে পৌঁছাবে।
No comments:
Post a Comment