Saturday, August 15, 2009

শারুখ খানের হেনস্থা(!) এবং বাঙালী বামপন্থীদের অন্ধ আমেরিকা বিরোধিতা

আজ নিউইয়ার্ক এয়ারপোর্টে শারুখ খান স্পেশাল চেকিং এর সম্মুখীন হন। তার নাম কম্পুটারে স্পেশাল চেকিং এর জন্যে সিলেক্টেড হয় এবং তাকে তল্লাসী ও জিজ্ঞাসাবাদ করা হয়। শারুখের পরিচয় নিরাপত্তা কর্মীরা জানত। তারপরেও তাকে ছাড় দেওয়া হয় নি। কারন আমেরিকা চলে সিস্টেমে। এখানে ভারতের মতন কাওকে ভি আই পি বা স্পেশাল ছাড় দেওয়ার নিয়ম নেই!

সে যাক। শারুখের এই 'হেনস্থা' নিয়ে ভারতের বামপন্থী মহল আমেরিকা বিরোধিতার ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে! শারুখ মুসলমান, তাই নাকি সন্ত্রাসবাদি সন্দেহে এই হেনস্থা! নানা ফোরামে আমেরিকাকে গালাগাল দিত্যে নেমে পড়েছে ভারতের বামপন্থী বাহিনী। যারা আদৌ জানেই না, আমেরিকাতে কিভাবে এই স্পেশাল চেকিংটা হয়! তাতে কি যায় আসে! প্রকাশ কারাত ও জানেন না নিউক্লিয়ার শক্তি ভারতের কেন লাগবে। কিন্ত তাতে কি রাজনীতি আটকায়? কিছু না বুঝে গোলতোলার ক্ষেত্রে বামপন্থীদের প্রতিদ্বন্দী আর কে আছে?

ব্যাপারটা মোটেও সেরকম কিছু না। আমি নিজেও স্পেশাল চেকিং দু-তিনবার ফেস করেছি। প্রথম বার এমনটা হয়েছে আমার জীবনে সেডার রাপিড এয়ারপোর্টে। প্রথমে ঘাবরে গিয়েছিলাম। কিন্ত নিরাপত্তা কর্মীদের ব্যাবহার ছিল অমায়িক। সব থেকে বড় কথা আমি ভারতীয় বলে আমাকে সিলেক্ট করে নি। কম্পুউটারে রান্ডম ভাবে এই নাম গুলো উঠে আসে। আমার আগে চেক করা হচ্ছিল এক সত্তরের সাদা বৃদ্ধাকে! কম্পুটারের নির্বাচনের ওপর কারুর হাত নেই। এটা বুঝতে কি খুব বেশী অসুবিধা হয়- যে আমার নিজের নিরাপত্তার জন্যেই কাজ করছে ওরা? তাতে আমার আপত্তি থাকবে কেন? শারুখ খান যদি ভেবে থাকেন আমেরিকায় ভারতের মতন স্পেশাল স্ট্যাটাস পাবেন-তাহলে ভুল। আমেরিকা চলে সিস্টেমে।

৯/১১ এর পর আমেরিকাতে একটিও সন্ত্রাসবাদের ঘটনা ঘটে নি। ঘটতে পারত অনেক। এফ বি আই সব মুসলিম টেররিস্ট সেলগুলিকে আগেই ধরে ফেলেছে। আর ভারতে কি হয়েছে? খই মুরকির মতন সন্ত্রাসবাদের বোমা ফেটেছে। কেও জানে না, কাল তার স্টেশনে বোমা ফাটবে কি না! এই ত ভারতের নিরাপত্তার অবস্থা! সেই ভারতীয়রা আমেরিকার নিরাপত্তা ব্যাবস্থার সমালোচনা করে কি বুদ্ধিতে যখন এই ব্যাপারে ভারত সম্পূর্ণ ব্যার্থ এবং আমেরিকা সফল? ভারত কটা মুসলিম টেররিস্ট সেল বোমা ফাটানোর আগে ধরতে পেরেছে? গুনে দেখুন। উত্তর পাবেন। রেশিয়াল প্রোফাইলিং এর ভয়ে ভারতের নিরাপত্তা কর্মীরা মুসলিম ধর্মীয় সংগঠন গুলির মধ্যে ইনফিলট্রেট করতে পারে নি। পারবেও না। কথাটি আমার না। ভারতের নিরাপত্তা বিশেষজ্ঞ বি আর রমনের। সেখানে এফ বি আই আমেরিকার সব মুসলিম সংগঠনে ঢুকে গেছে। আমেরিকাতেও মুসলিমরা তাদের প্রফাইলিং করা হচ্ছে বলে চিৎকার করেছে। আমেরিকার কোন রাজনৈতিক নেতা ভোট হারানোর ভয়ে, তার জন্যে এফ বি আই কে তাদের কাজ থেকে সরে আসতে বলে নি। এটাই আমেরিকার সাথে ভারতের পার্থক্য। এই জন্যেই ভারতে সন্ত্রাসববাদি বোমা ফাটতেই থাকবে-আমেরিকা তুলনা মূলক ভাবে অনেক নিরাপদ।

স্পেডকে স্পেড বলতে না পারলে, সন্ত্রাসবাদীর প্রথম বুলেটটা আপনারই প্রাপ্য।

Monday, August 10, 2009

বিশাল ভূমিকম্প ভারত মহাসাগরে-সুনামী হিট করতে পারে


প্রথম আপডেট-ভারতীয় সময় ৩-৩০ সকাল-১১ই আগস্টঃ
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ২৫৩ কিলোমিটার দুরের এক এপিসেন্টারে বিশাল ভূমিকম্পের খবর পেলাম-এই মাত্র। সময়
মাত্র কুড়ি মিনিট বাদে জাপান এবং মায়নামারে, প্রশান্ত মহাসাগরেও বিরাট ভূমিকম্পের খবর পাওয়া গেছে।

রিখটার স্কেলে আমেরিকান জিওলজিক্যাল সার্ভের মাপ 7.6-যা খুব ভয়ঙ্কর-এবং সুনামী সৃষ্টির জন্যে যথেষ্ট। কোস্ট লাইন ১০০০ মাইল দূরে এপিসেন্টার থেকে-ঘণ্টায় ৫০০ মাইল বেগে ধেয়ে আসা সমুদ্রশ্রোত আনুমানিক আরো দুঘন্টা বাদে ভারতের উপকূলে পৌঁছাবে।